ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দুদকে তলব এবি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালককে

দুদকে তলব এবি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালককে

image-64143

নিউজ ডেক্স : বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সূত্র জানায়, আগামীকাল সোমবার সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে এবি ব্যাংকের চেয়ারম্যান এম এ আউয়াল ও পরিচালক বি. বি. সাহা রায়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।

রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের পরিচালক সৈয়দ ইকবল হোসেন এক নোটিশে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠান।

একই অভিযোগ অনুসন্ধানে গত ২৮ ও ৩১ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

সূত্রমতে, ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের জুনের মধ্যে সিঙ্গাপুরভিত্তিক একটি অফসোর কোম্পানি খোলার নামে দুবাইয়ের পিজিএফ নামে একটি প্রতিষ্ঠানে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে ব্যাংকটির ঊর্ধ্বতন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!