Home | ব্রেকিং নিউজ | চাঁদাবাজ-সন্ত্রাস ও মাদক কঠোর হস্তে দমন করা হবে : হাসানুজ্জামান মোল্যা

চাঁদাবাজ-সন্ত্রাস ও মাদক কঠোর হস্তে দমন করা হবে : হাসানুজ্জামান মোল্যা

51409934_341327730053040_3605960881369776128_n

এলনিউজ২৪ডটকম : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাসী-চাঁদাবাজ ও জঙ্গিদের কঠোর হস্তে দমন করা হবে। কাউকেও ছাড় দেয়া হবে না। আজ ৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় লোহাগাড়া থানার উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আরমান বাবু রোমেল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, প্রধান শিক্ষক ফরিদুল আলম, আওয়ামী লীগ নেতা রিটন বড়–য়া রোনা, আকতার কামাল পারভেজ, জাহাঙ্গীর আলম ডলার, জেসমিন আক্তার, মিজানুর রহমান, নুরুল হক ও এনামুল হক প্রমুখ।

বক্তারা লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে যানজট, ফুটপাত দখল করে দোকান স্থাপন, গরু চুরি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। এক পর্যায়ে বক্তারা বলেন, লোহাগাড়া বটতলী ষ্টেশনে ফুটপাত দখল করে দোকান স্থাপন করার কারণে দিনের বেলায় বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হয়। সৌদিয়া পরিবহণের কাউন্টারের সামনে আড়াআড়িভাবে বাস থামানো ও যাত্রী উঠানামার কারণে যানজটের আরেকটি কারণ। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের ক্ষেত্রে দূর্ভোগ পোহাতে হয়। পথিকদেরও পড়তে চরম দূর্ভোগে। এ ব্যাপারে কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে এসব সমস্যাগুলো নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!