ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়া উপজেলা নির্বাচনে অনুপ্রবেশকারী কাউকে মনোনয়ন দিলে প্রতিহত করা হবে

লোহাগাড়া উপজেলা নির্বাচনে অনুপ্রবেশকারী কাউকে মনোনয়ন দিলে প্রতিহত করা হবে

334

এলনিউজ২৪ডটকম : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলে অনুপ্রবেশকারী কাউকে মনোনয়ন নয়, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেয়ার জোর দাবী জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ। দলে সদ্য যোগ দেয়া বসন্তের কোকিল কিংবা অনুপ্রবেশকারী কাউকে মনোনয়ন দেয়া হলে তা প্রতিহত করা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন এসব নেতৃবৃন্দ। আজ ২০ জানুয়ারী সকাল ১১টায় চুনতিস্থ চন্দনকাটার একটি বাগান বাড়িতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ সংক্রান্ত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জরুরী বর্ধিত সভায় বক্তব্য প্রদানকালে তৃণমূল নেতৃবৃন্দরা এসব দাবী জানান।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আনোয়ার কামাল, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এরশাদুল হক ভেট্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আকতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাংবাদিক আবদুল হাকিম চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব বদিউল আলম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, সহ-সভাপতি চেয়ারম্যান আইয়ুব মিয়া, চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, নিবাস দাশ সাগর, কার্যনির্বাহী সদস্য আনিছ উল্লাহ, বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম. এ. ওয়াহেদ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউনুছ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম. ইউনুছ, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন, পুটিবিলা ইউনিয়ন সভাপতি বদিউল আলম, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, আমিরাবাদ ইউনিয়ন যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি আলী আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আক্তার, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার ও মহিলা নেত্রী পারভিন আক্তার প্রমুখ।

বর্ধিত সভায় বক্তারা জানান, সম্প্রতি উপজেলা এলডিপি’র সভাপতি এলাকার বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করেছে। যা কোন ভাবেই কাম্য নয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ কোন কিছুই জানে না। তারা আসন্ন উপজেলা নির্বাচনে দলের ত্যাগী নেতাদেরকে নৌকা প্রতীক বরাদ্দের দাবী জানিয়েছেন। দলে অনুপ্রবেশকারী কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হলে তারা বিদ্রোহী প্রার্থী দেয়ারও হুমকী প্রদান করেছেন। বর্ধিত সভায় গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৫ আসন থেকে নির্বাচিত সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে বিশাল গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এ বর্ধিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন শতাধিক জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!