Home | দেশ-বিদেশের সংবাদ | অভিনয় ভালো লাগলে নৌকায় ভোট দিন

অভিনয় ভালো লাগলে নৌকায় ভোট দিন

image-121738-1544696801

নিউজ ডেক্স : ঢাকাই ছবির একসময়ের চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে যদি অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবার আপনারা ক্ষমতায় আনবেন।’

গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় গিয়ে বক্তৃতাকালে এ কথা বলেন রিয়াজ।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় রিয়াজের সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। তিনি বক্তৃতায় উপস্থিত জনতাকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান।

উল্লেখ্য, বুধবার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

এ উপলক্ষ্যে বুধবার সকালে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে দুদিনের সফরে বেশ কিছু জনসভায় অংশ নিচ্ছেন তিনি। তার এই প্রচারকাজে সঙ্গে রয়েছেন চলচ্চিত্র অভিনেতা রিয়াজ ও ফেরদৌস।

প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ এলাকায় গিয়ে বক্তৃতায় চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমার অভিনয় যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন আপনারা।

তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে আমার এই একটাই চাওয়া আপনারা নৌকায় ভোট দিবেন।’

এরপর আসন্ন নির্বাচনকে অস্তিত্ব রক্ষার নির্বাচন বলে উল্লেখ করে নায়ক ফেরদৌস তার বক্তৃতায় বলেন, ‘ নৌকার জয় হতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে যারা প্রথম ভোট দেবে, তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরো এগিয়ে নিতে চাই।’

রিয়াজের মতো তিনিও তার ভক্তদের নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান করেন। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭২তম অধিবেশনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!