নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়ায় ছয় হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা যুবকের নাম মো. তৈয়ব (১৯)। সে উপজেলার হাকিম পাড়া ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মাহামুদ বেখারীর ছেলে।
র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রবিবার বিকালে মো. তৈয়ব নামের ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধারকৃত আনুমানিক ৩৯ লক্ষ ৯০ হাজার টাকার ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আজ রবিবার সন্ধ্যায় তাকে উখিয়া থানায় সোপর্দ করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছ বলেন, আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।