এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বনপুকুর এলাকায় হোটেল ফোর সিজন ও মিডওয়ে ইনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৬ ফেব্র“য়ারী সোমবার দুপুরে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান ও র্যাব- ৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রহুল আমিন। সাথে ছিলেন কক্সবাজার জেলার স্যানেটরি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া ও অভিযানের প্রশিকিউশন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলী।
জানা যায়, মেয়াদউত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে খাদ্য বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বলেন, হোটেলগুলো দেখতে উপরে ফিটফাট হলেও ভিতরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও নিুমানের খাদ্য পরিবেশন করছে। এছাড়াও নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্য নিচ্ছে তারা।