ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | স্বাগতম মাহে রমজান

স্বাগতম মাহে রমজান

244
______মুহাম্মদ সোলাইমান______

স্বাগতম হে পবিত্র মাহে রমজান,
তোমারী আগমনে ধন্য হল প্রাণ।
মুয়াজ্জিনের কন্ঠে আজান শুনে,
আকুল হইল মোর ধমনী,
নেচে উঠিল মোর প্রাণ।
স্বাগতম হে মাহে রমজান।
রমজান এলে তারাবী পড়ে,
আল্লাহর ইবাদতে জীবন গড়ে।
পবিত্র রমজানে নামাজ রোজা,
সেহেরী সিয়াম সাধনা ও ইফতার,
সত্তরগুণ ছওয়াব দিলেন এ মাসে,
লা-শরীক আল্লাহ, আল্লাহু আকবার।
রমজানে রোজার সওয়াব
দিবেন আল্লাহ মহান নিজ হাতে,
অফুরন্ত নেয়ামত আল্লাহর দান,
ভাল কাজ কর দিনে রাতে।
প্রতি রোজা সমাপ্তি ইফতারে,
কতই মোদের অনাবিল সুখ-আনন্দ,
রোজাদারের মুখের দূর্গন্ধ,
আল্লাহর কাছে মিসক্ব আম্বরের সুগন্ধ।
হাজার সালাম স্বাগত জানাই,
স্বাগতম হে পবিত্র মাহে রমজান,
তোমার আগমনে আকাশ-বাতাস,
আকুল ধমনী, ধন্য হল প্রাণ।
এ রমজানে দোযখের দরজা সব বন্ধ,
বেহেস্তের দরজা সব রেখেছে খোলা,
সকল শয়তানকে বন্ধী করে,
পাপী-তাপী, গুনাহগার সব আত্মভোলা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!