
নিউজ ডেক্স : এবার সৌদি আরবের মদিনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চন্দনাইশের ওবাইদুর রহমান চৌধুরী জুয়েল (৫০) নামে এক ব্যক্তি।
করোনা আক্রান্ত হওয়ার পর গত ১৬ এপ্রিল মদিনার অহুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে স্থানীয়ভাবে জানা যায়।
তিনি উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের ছৈয়দ জালাল খান মুন্দার (রহঃ) পাড়ার আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম ছৈয়দ আহমদ চৌধুরীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘তার পারিবারিক সূত্র মতে তিনি দীর্ঘ দশ বছর ধরে সৌদি আরবের মদিনা শরীফের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে আসছিলেন। গত কিছুদিন পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে মদিনার অহুদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৬ এপ্রিল মারা যান। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।’
এর আগে করোনা আক্রান্ত হয়ে গত ১৩ এপ্রিল মদিনায় মো. রাশেদ আলম তালুকদার (৩৫) নামে অপর এক প্রবাসী মারা যায়।
তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব চর বরমা গ্রামের মোবারক আলী তালুকদার বাড়ির মৃত নুরুজ্জামান তালুকদারের ছেলে। দৈনিক আজাদী