Home | সাহিত্য পাতা | সে আমার মা

সে আমার মা

529

______নাছির উদ্দিন______

রাত জেগে আমাকে পাহারায়,
সোহাগের চুমু দিতে সারা গায়,
রেগে গিয়ে কখনো ছাড়োনি,
যে বয়সে আমি কিছু বুঝিনি,
আমাকে নিয়ে ছিল কত ভাবনা,
সেতো কেউ নয়, সে আমার মা।।

দুচোখের সীমানায় সারা দিন,
হেসে খেলে বেড়েছি প্রতিদিন,
আগুন পানির ভয়ে যতনে,
রেখেছিলে দৃষ্টির লগনে,
স্বর্গের উপরে তোমারি পা,
সেতো কেউ নয়, সে আমার মা।।

তোমারি মুখে ভাষা শিখেছি,
সে ভাষায় মা বলে ডেকেছি,
বড় হতে দেখিতে স্বপ্ন,
নিরলস করে গেছ যত্ন,
তুমি শুধু তোমার উপমা,
সেতো কেউ নয়, সে আমার মা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!