নিউজ ডেক্স : চট্টগ্রামে দেয়াল ধসে ইসহাক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার রাতে নগরীর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড এলাকায় বালুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইসহাক সাতকানিয়ার খাগরিয়া মজিদের পাড়ার নিয়াজ রহমান চেয়ারম্যান বাড়ির মৃত সালেহ আহমদের ছেলে।
পুলিশ জানায়, বালুর মাঠে খেলাধুলা করছিল এলাকার যুবকরা। মাঠের পাশেই একটি দেয়ালে বসে খেলা দেখছিল কয়েকজন। এসময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইসহাক নিহত হন।
চট্টগ্রাম মেডিকেলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, এ ঘটনায় আহত আসিফ (১৭) ও রাফি (১৪) নামের দুইজনকে ক্যাজুয়েলটি বিভাগে ভর্তি করা হয়েছে।