ব্রেকিং নিউজ
Home | অন্যান্য সংবাদ | যেভাবে জিমেইলে বিরক্তিকর মেইল আসা বন্ধ করবেন

যেভাবে জিমেইলে বিরক্তিকর মেইল আসা বন্ধ করবেন

আপনার-একটি-জিমেইল-আইডি-কাজ-করবে-একাধিক-জিমেইল-আইডির-photo-2

নিউজ ডেক্স : বিভিন্ন সময় অনেক অপ্রয়োজনীয় মেইল ব্যবহারকারীদের বিরক্তিতে ফেলে। তবে এ থেকে মুক্তির উপায় তৈরি করে দিয়েছে জিমেইল কর্তৃপক্ষ নিজেরাই। অনেক সময় অপ্রয়োজনীয় কোনও ওয়েবসাইট বা অন্য কোনও ঠিকানা থেকে নিয়মিত মেইল আসতে থাকে। এমন পরিস্থিতি সামাল দিতে ওই নির্দিষ্ট ঠিকানা ব্লক করে দিলেই সেখান থেকে আর কোনও মেইল আসবে না। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্‌েন জিমেইল ব্যবহার করতে পারবেন।

যেভাবে বন্ধ করবেন বিরক্তিকর মেইল-

১. প্রথমেই আপনার জিমেইলে লগইন করুন

২. যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনও ঠিকানা থেকে আসা মেইল আপনার বিরক্তির কারণ, সেরকম একটি ঠিকানা ইনবক্সে খুঁজে বের করতে হবে।

৩. খুঁজে পাওয়া মেইলটি ওপেন করুন।

৪. ওপেন করার পর যে ঠিকানা থেকে মেইলটি এসেছে, ওই ঠিকানার ঠিক সোজা ডানপাশে ডাউন অ্যারো বা নিচের দিকে থাকা তীর চিহ্ন থাকবে। সেটা সিলেক্ট করুন।

৫. এপর এখানে ব্লক অপশন পাবেন। এটা সিলেক্ট করলেই ওই ঠিকানা থেকে আর কোনও মেইল আপনার কাছে আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!