নিউজ ডেক্স : বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দায়িত্বে বসা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আদালত।
আগামী রবিবার পর্যন্ত নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আজ বুধবার আপিল বিভগের চেম্বার আদালত এ আদেশ দেন। ওইদিন নিপুনের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রেখেছেন চেম্বার বিচারক ওবায়দুল হাসান।
আদালত আদেশে বলে দিয়েছে, এই চারদিন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে কেউই দায়িত্ব পালন করতে পারবেন না।