Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় রোহিঙ্গা আশ্রয়দান বিষয়ে ওসি’র সতর্ক বার্তা

লোহাগাড়ায় রোহিঙ্গা আশ্রয়দান বিষয়ে ওসি’র সতর্ক বার্তা

499

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় রোহিঙ্গা আশ্রয়দান বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) পক্ষে ১২ সেপ্টেম্বর ফেসবুকে একটি সতর্ক বার্তা দিয়েছেন। তা হুবহু তুলে ধরা হলো-

এতদ্বারা লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণকে জানানো যাচ্ছে যে, মিয়ানমার হতে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে লোহাগাড়ায় কোন ধরণের আশ্রয় দিবেন না। কারণ সরকার তাদের জন্য টেকনাফ কুতুপালং-এ নির্দিষ্ট ক্যাম্পে থাকার ব্যবস্থা করেছেন। লোহাগাড়ায় যে কোন স্থানে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তথ্য ফেলে সাথে সাথে থানা পুলিশকে খবর দিয়ে সহযোগিতা করবেন।

যদি বিভিন্ন এলাকার কলোনীতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে কলোনীর মালিক আশ্রয় দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) জানিয়েছেন।

ইতোমধ্যে লোহাগাড়ার বিভিন্ন এলাকার কলোনী হতে অনুপ্রবেশকারী ২১ জন রোহিঙ্গাকে আটক করে টেকনাফে শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে।

রোহিঙ্গাদের তথ্য দিতে যোগাযোগ করুন- মোঃ শাহজাহান পিপিএম (বার), অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা, মোবাইল- ০১৭১৩৩৭৩৬৫০। এসআই সোহরাওয়ার্দী (সরওয়ার), এসআই, লোহাগাড়া থানা, মোবাইল- ০১৮৩৪৬৮৬৯৯৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!