এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মালবাহী ট্রলি খাদে পড়ে আহত শ্রমিক মো. আমিন (৪০) মৃত্যুবরণ করেছেন। বুধবার (১১) মার্চ রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রহমানিয়া পাড়ার মৃত হামিদ হোসেনের পুত্র।
জানা যায়, বুধবার রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি নলবনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রলি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক আবদুল হাকিম (৪৫) হন। স্থানীয়রা আহত অবস্থায় মো. ইসমাইল (৩৮) ও মো. আমিন (৪০) কে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল নিহত হন। আমিনকে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান।
এ সংক্রান্তে LohagaraNews24.com এ বুধবার “লোহাগাড়ায় মালবাহী ট্রলি খাদে পড়ে চালকসহ নিহত ২” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরফাত জানান, আইনী প্রক্রিয়া শেষে রাতেই নিহত লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।