এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেষ্ট অফিস এলাকায় সৌদিয়া পরিবহণের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ২ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
নিহত রূপন কান্তি দাশ (৫০) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ এলাকার মৃত নীল মনি দাশের পুত্র ও আজিজনগর বাজারের ব্যবসায়ী।

জানা যায়, চট্টগ্রাম শহরমুখী সৌদিয়া পরিবহণের বাস (চট্টমেট্রো-ব-১১-০৬৬৮) ঘটনাস্থলে পৌঁছলে একইমুখী মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি বর্তমানে দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।