এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া নয়া পাড়া ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গেইট এলাকায় ২৯ মে পৃথক সড়ক দূর্ঘটনা দু’জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহতরা হলেন উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা নোয়ারবিলা এলাকার শফিকুল ইসলামের পুত্র সৈকত ইসলাম (১৯) ও সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় হাসিমপাড়া এলাকার মাখন আলীর পুত্র রফিক আহমদ সওদাগর (৫৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর ৫টায় পদুয়া নয়া পাড়া এলাকায় কক্সবাজারমুখী একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে সৈকত ইসলাম ঘটনাস্থলে নিহত হয়।
অপরদিকে, একইদিন সকাল সাড়ে ৭টায় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গেইটের সামনে সিমেন্ট ভর্তি একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়ানো থাকা রফিক আহমদ সওদাগরকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, তিনি একটি সড়ক দূর্ঘটনার খবর পেয়েছেন। তবে কোন গাড়ি আটক করা সম্ভব হয়নি।