এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ১২শ পিস ইয়াবা।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালি চাপড়া ইউনিয়নের সাওতা এলাকার মৃত আমিরুল ইসলামের পুত্র মো. সেলিম মাহমুদ (৪৩) ও উপজেলার পুুটিবিলা ইউনিয়নের ওয়াজ উদ্দিন সিকদার পাড়ার এজাহার মিয়ার পুত্র মোহাম্মদ ইসলাম (২৬)।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকায় চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে সেলিম মাহমুদের কাছ থেকে ১ হাজার পিস ও সদর ইউনিয়নের উজিরভিটা এলাকা থেকে ইসলামের কাছ থেকে ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।