এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২টি ইটভাটায় পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার মণ অবৈধ জ্বালানী কাঠসহ ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২৪ নভেম্বর শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মসন সিংহ।
জানা যায়, উপজেলার দরবেশহাটের পূর্ব পার্শ্বে আমিরাবাদ সুখছড়ি এলাকায় নুরুল আলম বাহাদুরের মালিকানাধীন এনবিএম ইটভাটায় ঝিকঝাক ভাটা ভেঙ্গে বয়লার ভাটা তৈরী করে পরিবেশ দূষণের অভিযোগে অভিযান পরিচালনা করে ভাটা মালিকসহ ৩ জনকে আটক ও ৫ হাজার মণ জ্বালানী কাঠ জব্দ করা হয়।
অপরদিকে, চুনতি বনপুকুর এলাকায় ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটায় অভিযান চালিয়ে একজনকে আটক ও ৪ হাজার মণ অবৈধ জ্বালানী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানী কাঠগুলো চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু’র হেফাজতে দেয়া হয়েছে বলে জানা যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসহ সিংহ সাংবাদিকদের জানান, আমিরাবাদ সুখছড়ি এলাকায় ঝিকঝাক (এনবিএম) ভাটা ভেঙ্গে নতুন করে বয়লার ভাটা তৈরির সংবাদে অভিযান চালিয়ে ভাটার মালিকসহ কর্মরত ৩ জনকে আটক করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। এনবিএম ইটভাটার মালিক নুরুল আলম বাহাদুর ছাড়া আটককৃত অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।