এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পুটিবিলায় ডেঙ্গু রোগের প্রভাব বৃদ্ধি পেয়েছে। ইউনিয়নের এম চর হাট বাজারের আশপাশে এই রোগের প্রভাব ছড়িয়ে পড়েছে। চলতি মাসে প্রায় ৫ শতাধিক জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে প্রায় ৫০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাসেবা নিচ্ছেন। এরমধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
তারা হলেন, স্থানীয় জাহেদুল ইসলাম, জিয়াবুল হক ও নজির আহমদ। তারা চট্টগ্রামের দুইটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাসেবা নিচ্ছেন।
জানা যায়, চলতি মাসের শুরু থেকে ইউনিয়নের এমচর হাট বাজারে ডেঙ্গু রোগের প্রভাব শুরু হয়। এরপর এমচর হাট বাজারের আশপাশে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু আক্রান্ত অনেকে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার প্রায় ৫০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাসেবা নিচ্ছেন।
স্থানীয় পল্লী চিকিৎসক স্বরূপ নাথ জানান, চলতি মাসের শুরু থেকে এমচর হাট বাজারে ডেঙ্গু রোগের প্রভাব শুরু হয়। এই পর্যন্ত প্রায় ৫ শতাধিক ডেঙ্গু রোগী তার কাছ থেকে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক জানান, ইউনিয়নের এমচর হাট বাজার থেকে ডেঙ্গুর প্রভাব শুরু হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রায় ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাসেবা নিচ্ছেন। ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাওয়ার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, ডেঙ্গু আক্রান্ত এলাকায় জনসচেতনতার জন্য স্বাস্থ্য কর্মী নিয়োজিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের সব ধরণের চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু রোগ মোকাবেলায় আতংকিত না হয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।