
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে বাজারজাত করার অপরাধে মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধ্বংস করা হয়েছে প্রায় ১০ মণ মিষ্টি।
দন্ডপ্রাপ্ত আতিক উল্লাহ উপজেলার সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মো. আলী মুন্সি পাড়ার আকতার কামাল চৌধুরী পুত্র। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সাথে ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘ক্লাসিকাল সুইটস’ নামীয় একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির করে বাজারজাত করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া প্রায় ১০ মণ বিভিন্ন কালারের মিষ্টি, দই, রসমালাই ও নিমকি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner