এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নাগরদোলায় চড়তে গিয়ে আবদুল্লাহ আল নোমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের পুরাতন থানা রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নোমান একই ওয়ার্ডের ডা. খায়ের আহমদ পাড়ার আবু বক্করের পুত্র ও পেশায় নির্মাণ শ্রমিক।
স্থানীয়রা জানান, স্থানীয় ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে পুরাতন থানা রোডের উভয় পাশে মেলা বসেছে। মেলায় শিশুদের আনন্দ দেয়ার জন্য নাগরদোলা নিয়ে আসে একদল লোক।
রাতে কিশোর নোমান নাগরদোলায় চড়ার জন্য উঠে। নাগরদোলা চলন্ত অবস্থায় অসাবধানতা অবস্থায় মাথায় গুরতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার পর পরই নাগরদোলা পরিচালনাকারী লোকজন পালিয়ে গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।