এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় ৫ জানুয়ারী সকালে চট্টগ্রাম শহরমুখী দুরপাল্লার বাস থামিয়ে তল্লাশী করে ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃত মোঃ মানিক আহমদ শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাহাপাড় মাষ্টার পাড়া এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র। আটক মানিক নিজেকে অনলাইন নিউজ পোর্টাল ওএএন২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার বলে দাবী করছেন।
আটককৃত মানিক জানায়, সে অনলাইন নিউজ পোর্টাল ওএনএন২৪ডটকম এ সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেন। কর্তৃপক্ষ তাকে এখনো কোন কার্ড দেয়নি। তিনি আরো বলেন, তিনি ইয়াবা বিক্রেতা বা পাচারকারী নয়। তিনি কেবল ইয়াবা সেবন করে।
অনলাইন নিউজ পোর্টাল ওএনএন২৪ডটকম কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ব্যর্থ হওয়ায় এ ব্যাপারে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আটককৃতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।