এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে গাছের সাথে পিকনিক বাসের ধাক্কায় ১৪ জন আহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর সিরাজনগর এলাকার আজিজীয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষাথীদের নিয়ে শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজার যাবার পথে ঘটনাস্থলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত সাইডে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসে থাকা কমবেশী ১৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা সদরের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। দূর্ঘটনায় বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে, লবনবাহী গাড়ি থেকে নি:সৃত পানিতে মহাসড়ক পিচ্ছিল আর চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
আজিজীয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী সফিকুল ইসলাম আজিজী জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর সিরাজনগর এলাকা থেকে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাথীসহ ৫০ জন বাস যোগে শিক্ষা সফরের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরদিন ভোরে ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসের চালক, সহকারী ও শিক্ষকসহ ৫ জন গুরতর আহত হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। রোববার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরতর আহত ও সহযাত্রীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।