এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইউএনও শরীফ উল্যাহকে বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও মুহাম্মদ ইনামুল হাছানকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা কৃষি কর্মকর্তা কাজি শফিউল আলম, পিআইও মাহবুব আলম শাওন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, ওসি রাশেদুল ইসলাম, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আবদুল হামিদ বেঙ্গল, রফিক দিদার, মাস্টার এসকে সামশুল আলম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে নুরুচ্ছাফা চৌধুরী, এম. এ ওয়াহেদ, জাহাঙ্গীর হোসেন মানিক, এস এম ইউনুচ, হারুন অর রশিদ ও নাজিম উদ্দিন প্রমুখ।
এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত ইউএনওকে সম্মাননা প্রদান করা হয়।