এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ৬ পরিবারের বসতঘর। শনিবার (১৮ নভেম্বর) রাতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মালপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার আলী আহমদ, ফাতেমা খাতুন, ফরিদা ইয়াছমিন, গোলশান আক্তার, মোহাম্মদ বেলাল ও যগুনা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের মাটির দেওয়াল ও টিনের ছাউনী বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরের মালামালসহ অনেকাংশ পুড়ে গেছে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে রোববার (১৯ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সকলে অসহায় পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।