নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদ নগর হামিরপাড়া এলাকায় শনিবার বিকেল ৪টার দিকে ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রী বোঝাই হানিফ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫- ৩৩৮২) কক্সবাজার যাচ্ছিল। মহাসড়কের রামুর রশিদনগর হামিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (১১-০৭০১) সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত হয়েছেন উভয় গাড়ির চালক ও হেলপারসহ অন্তত ২৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। আহতদের মধ্যে হানিফ বাসের চালক ও ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। বাকি যাত্রীরা কমবেশি আহত হয়েছেন।