Home | অন্যান্য সংবাদ | মাথার খুলির ভেতর থেকে জীবন্ত তেলাপোকা উদ্ধার

মাথার খুলির ভেতর থেকে জীবন্ত তেলাপোকা উদ্ধার

e49cdb3b155e88cdfee7eb0bc5791bfd-58950083d0674

নিউজ ডেক্স : তেলাপোকাভারতের চেন্নাইয়ে এক নারীর মাথার খুলির ভেতর থেকে জীবন্ত তেলাপোকা উদ্ধার করেছেন ডাক্তাররা। যা ওই নারীর স্মৃতিশক্তির কছাকাছি পৌঁছেছিল। দেশটির দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, আক্তান্ত ওই নারীর নাম সেলভি (৪২)।

তিনি ইনজামবাকাম এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন এবং ওই বাড়িতেই থাকেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যে সেলভি তার নাকের ডান ছিদ্রে কিছু একটা হামাগুড়ি দেওয়া স্পর্ষ অনুভব করছিলেন। ঘুম ভাঙার পর তিনি বুঝতে পারলে কিছু একটা নাকের ভেতর প্রবেশ করেছে।

সেলভি সাংবাদিকদের বলেন, ‘ওই সময়ের অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারবো না, তবে আমি নিশ্চিত ছিলাম আমার নাকে কোনও পোকামাকড় প্রবেশ করেছে। নাকের ভেতর গিয়ে এটা নড়ছিল এবং হাঁটাহাটি করছিল। যখনই এটা নাড়াচড়া করছিল তখনও আমার দুই চোখ খুব ব্যাথা করতো। আমি সমস্ত রাত অসস্তিত্বে কাটালাম। ওই রাতে আমি সারারাত বসে ছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন ভোর হবে। কারণ আমার বাড়ির মালিক দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।’

এমনকি স্ট্যানলে মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা মাথার খুলির ভেতর থেকে জীবন্ত তেলাপোকা বের করে বিষ্মিত হয়েছিলেন। হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তার ডা. এমএন শংকর জানান, ‘আমার দেখা এ ধরনের ঘটনা এটাই প্রথম। গত তিন দশক ধরে আমি ডাক্তারি করছি। কিন্তু এ ধরনের কোনও রোগী পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘মাথার খুলির ভেতর তেলাপোকাটি এমন জায়গায় বসেছিল যেখান থেকে সেটা সরানো খুবই কষ্টকর। প্রথমে আমি এটাকে যেখান থেকে বের করা যাবে সেখানে টেনে আনলাম। অবশেষে ৪৫ মিনিট চেষ্টার পর আমি সেটা সরাতে সক্ষম হয়েছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!