
_______ফিরোজা সামাদ _______
অামি কবির ভাষায় বলছি,
মোরা হিন্দু মুসলিম একই বৃন্তে ফোটা দুটি ফুল,
এ বাক্য কেনো মানিনা অাজ
একি অশনিসঙ্কেত? নাকি শুধুই ভুল ?
হিন্দু তুমি মুসলিম অামি ছিলাম ভাই-বোন
কোন্ অপদেবতার কালো হাতের ছোঁয়ায়
অাজ রক্তের অভিলাষে কেবল খুন ?
অামরা তো ছিলাম অাপনার অাপন
গাইতাম সাম্যের গান,
একের জন্য অপরে মোরা বিলিয়ে দিতাম মনপ্রাণ !!

সুখে দুঃখে রোগ যাতনায়
মিলেমিশে ছিলাম মায়া মমতায়
মনে হতো যেনো এক মায়ের উদরে
জন্মেছি দুটি সন্তান,
এক ভাই হিন্দু অন্যজন মুসলমান
অাজ কেনো তবে ভাইয়ের রক্তে
রঞ্জিত ভাইয়ের হাত?
তবে কেনো এসেছে ঘোর অমানিশা
অাসবেনা কি রঙিন প্রভাত ?
ধর্ম কিসের?
অামরা মানুষ পবিত্র অাত্মার বন্ধনে,
ধর্ম এসেছে কতো যুগ পরে
যখন মানুষ হারালো তার বিবেক ও অাপনে!
স্বার্থের তরে মাথা নত করে
মানবতা দিলো জলাঞ্জলি,
ভাইয়ের বুকে পা রেখে দানবের দল
খেললো রক্তের হলি
সেই থেকে হলো শুরু ধর্মের
তবুও তো অামরা ছিলাম একে অন্যের!
এসো বন্ধু! এসো প্রজন্ম! এসো ভাই!
ধর্ম নয় মানুষ হয়ে মানুষের তরে
মানবতার হাত বাড়াই !
ভারতবর্ষ ছিলো একদা বিশ্বের কাছে
স্বপ্নের থেকেও সুন্দর একটি দেশ,
যায়নি সময় ফুরিয়ে, অাছে সে দাঁড়িয়ে
অাবারো গড়ি মানববন্ধনে মিলেমিশে
অসাম্প্রদায়িক সেই ভারতবর্ষ অনিঃশেষ !!