নিউজ ডেক্স : চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ নন্দী (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে স্থানীয় মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর নন্দীপাড়ার গোপাল নন্দীর একমাত্র ছেলে শুভ নন্দী গত মঙ্গলবার রাতে নিজ ঘরে টর্চলাইট চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাত্র ১২ দিন আগে তার বাবা গোপাল নন্দীর মৃত্যু হয়। বাবার মৃত্যুশোক নিয়েই সে নির্বাচনী পরীক্ষা দেয়।

মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একরামুল হক জানান, দুই দিন আগে তার নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়। নির্বাচনী পরীক্ষায় সে ভালো রেজাল্ট করে ফরম পূরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হলো না। বাবার পর শুভ নন্দীর মৃত্যুতে তাদের পরিবারের হাল ধরার মতো আর কেউ রইল না। স্বামী ও একমাত্র ছেলেকে হারিয়ে শুভর মা বারবার মূর্ছা যাচ্ছেন।