নিউজ ডেক্স : দেশের খ্যাতনামা দ্বীনি প্রতিষ্ঠান বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
বুধবার (২০ মে) বিকেল ৫টায় ঢাকার ধানমণ্ডিতে আনোয়ার খান মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর মরদেহ দাফনের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।
গত ১৮ মে রাত সাড়ে ৩ টায় অসুস্থ অবস্থায় মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাত ৮টায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া হয়।
হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিনের মৃত্যুর খবরে তাঁর অগণিত ভক্তের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।