______ফিরোজা সামাদ______

চার বেহারা পালকি বহে
উহুন্না উহুন্না বলে,
সেই পালকি তে বর বধূ
লক্ষ্যে যায় চলে !!
আপনজন পালকির পিছু
তাকায় অসহায়,
বর বধূ সে পালকি থেকে
পিছন ফিরে চায় !!
সুখের তরে চার বেহারা
গন্তব্যে যায় দৌড়ে,
বর বধূ চলতে চলতে থাকে
মধুর স্বপ্নের ঘোরে !!
এমন দিন আসবে যেদিন
বেহারার কাঁধে চরে ,
একই ভাবেই যেতে হবে যে
মাটির কবরে !!
উহুন্না উহুন্না ডাকটি থাকবে
না তো মুখে আর,
চার বেহারার মুখে থাকবে
একটি নাম আল্লাহর !!
পালকি থেকে চার বেহারা
রাখবেন মাটিতে,
ভেবে দেখো কি আছে এই
ক্ষণিকের দুনিয়াতে !!
