নিউজ ডেক্স : বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের বাসা আইভি লেগেসিতে গেছেন ক্রিকেটার তামিম ইকবাল।
বেশ হুড়োহুড়ির মধ্যেই চেক শার্ট, মাথায় ক্যাপ আর কালো প্যান্ট পরা তামিম কালো কাচের গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরে ফটোগ্রাফার আর ক্যামেরা পার্সনরা। তামিমের আগেই সেখানে উপস্থিত হন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
গত দু’দিন ধরে তার সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে তামিমের। অবশেষে আজ হয়েছে ওই বৈঠক। সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের অধিনায়কত্ব। পিঠের চোটে ভোগা তামিমের খেলাই এখন অনিশ্চিত। এর আগে তার অবসর নিয়েও নানা নাটকীয়তা হয়েছিল।
লন্ডনে পিঠের চিকিৎসা করাতে যাওয়ার আগে সব বিষয়েই বিসিবি’র সঙ্গে খোলামেলা কথা বলবেন বলে জানিয়েছিলেন তামিম। এখন সেটিই হচ্ছে। কী আলাপ হলো এসব বিষয় জানাতে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে।