Home | শিক্ষাঙ্গন | বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতীয় ভিসা পেতে দুর্ভোগ নেই

বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতীয় ভিসা পেতে দুর্ভোগ নেই

horshobordhan-20170721192812

নিউজ ডেক্স : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারতের স্কুল-কলেজের শিক্ষা উন্নতমানের। সারাবিশ্বে এর সুনাম রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করতে পারে।

তিনি বলেন, আমরা ভিসা প্রক্রিয়া অনেক সহজ করেছি। বিশেষভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিতে এখন আর দুর্ভোগ নেই। তাছাড়া প্রতিবেশী হওয়ায় যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা রয়েছে।

ভারতের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আবাসিক স্কুলগুলোর অংশগ্রহণে শুক্রবার রাজধানীতে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শীর্ষক শিক্ষা মেলার উদ্বোধনকালে হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে দুইদিনব্যাপী এ মেলা হবে।

‘অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড’ এবং ‘এ টু জেড স্টাডি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় সার্বিক সহযোগিতা দিচ্ছে ভারতীয় দূতাবাস।

এবারের মেলায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আবাসিক স্কুল অংশ নিচ্ছে। এর মূল উদ্দেশ্য ভারতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের সহজে সঠিক তথ্য দেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!