নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর পর নিজ বাসা থেকে দুই জনকে আটক করা হয়। আটকরা হলেন- আশরাফ ও হাসান। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকা অভিযান চালিয়ে ইয়াবা রাখার অপরাধে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা ইউনিটের পরিদর্শক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে নিজ বাসা থেকে ওই ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পরিদর্শন মো. কামরুজ্জামান।
