নিউজ ডেক্স : সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে একই ব্যক্তি দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগে দুনীতি দমন কমিশন (দুদক)-এর হাতে গ্রেফতার হয়েছেন রফিকুল ইসলাম (৪৩) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। দুদক ২-’র উপ সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তারা। আটক রফিকুল ইসলাম আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে। এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
অভিযোগ রয়েছে, রফিকুল ইসলাম একাধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবার ইউনিয়ন পরিষদের সচিবও অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না।
তবে সরকারি এ নিয়মনীতির তোয়াক্কা না করে রফিকুল ইসলাম গত দেড় যুগ ধরে চট্টগ্রামের দুই উপজেলায় এমন অনিয়ম করেছেন।