এলনিউজ২৪ডটকম: চকরিয়ায় ড্রাম্পট্রাক চাপায় আবছার উদ্দিন (৩৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া স্টেশনে এই ঘটনা ঘটে। আবছার উদ্দিন লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বিল্লা পাড়ার মৃত মোজাফরের পুত্র।

জানা যায়, আবছার উদ্দিন পেশায় ডিম ব্যবসায়ী। তিনি চকরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ডিম সংগ্রহ করে লোহাগাড়ায় বিক্রি করেন। ঘটনারদিন তিনি চকরিয়ায় ডিম সংগ্রহ করতে গিয়েছিলেন। ঘটনাস্থলে একটি ডাম্পট্রাক তাকে চাপা দেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, আবছার উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।