এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধের জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষরা জোরপূর্বক তালা লাগিয়ে দেয়ার অভিযোগ করেছেন ভূক্তভোগী মোহাম্মদ আজিজ। তিনি সদর ইউনিয়নের গোল মোহাম্মদ পাড়ার মৃত রাজা মিয়ার পুত্র।
গত ১৪ মার্চ নুরুল হক প্রকাশ নুনুসহ ৯ জনকে অভিযুক্ত করে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে মহাসড়ক সন্নিহিত মোস্তফিজুর রহমান কলেজ গেইটের বিপরীতে মেসার্স এম আজিজ এন্টারপ্রাইজ বন্ধ করে জোরপূর্বক তালা লাগিয়ে দেয় প্রতিপক্ষরা। এতে তার ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে।
অভিযুক্ত নুরুল হক প্রকাশ নুনু সাংবাদিকদের জানান, মেসার্স এম আজিজ এন্টারপ্রাইজে জোরপূর্বক তালা লাগিয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন। কে বা কারা তারা ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছেন এ ব্যাপারে তিনি অবগত নন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।
এদিকে, লিখিত অভিযোগ পাবার পর বুধবার সকালে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।