বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাতকানিয়া- লোহাগাড়া মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নগরীর নদভী প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাতকানিয়া-লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও সাংসদ ড. নদভীর সহধর্মীনি রিজিয়া রেজা চৌধুরী। দোয়া মাহফিলে সাতকানিয়া- লোহাগাড়া মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পরিবারে জন্ম, নেতৃত্ব তাঁর সহজাত। এক সংগ্রামী জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে কর্মী থেকে হয়েছেন নেতা। এখন উন্নত বাংলাদেশের পথিকৃৎ, বিশ্ব শান্তির অগ্রদৃত। তিনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। প্রেস বিজ্ঞপ্তি