এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বা মাইজবিলা এলাকায় নিখোঁজের ৩ দিনের মাথায় ২০ মার্চ সোমবার দুপুরে পুকুর থেকে একজন শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ, শিশুটি স্থানীয় মোঃ ইসমাইলের কন্যা উম্মে হাবিবা মাওয়া (৭)।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই ওবাইদুল হক জানিয়েছেন। তিনি জানান, মাওয়া গত ১৮ মার্চ নিখোঁজ হয়। সম্ভাব্যস্থানে তাকে খোঁজ করে না পাওয়ায় গতকাল বিকেলে বাড়ির পশ্চিম পার্শ্বে এক ডুবায় ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে লোহাগাড়া থানাকে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মাওয়াকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়ার অন্যতম কারণ।
মাওয়া স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রী ও একজন কৃষকের কন্যা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।