Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে বাড়ির সামনে যুবক খুন

চট্টগ্রামে বাড়ির সামনে যুবক খুন

796

নিউজ ডেক্স : নগরীর ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন (২৬) এক যুবক খুন হয়েছেন। শনিবার (০৭ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে।

ইমন ওই এলাকার আবদুল হাকিমের ছেলে। নিহতের পরিবার বলছে ১০-১৫ জন যুবক এসে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে ইমন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নাহিন বলেন, ‘আমার এক চাচাতো ভাই অসুস্থ। সে হাসপাতালে ভর্তি। তাকে দেখে ভোরে বাড়িতে ফিরছিল আমার ভাই। বাড়ির সামনে আসলে ১০ থেকে ১৫ জন যুবক এসে তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে।

এই যুবকদের কয়েকজনকে তিনি চেনেন বলে জানালেও কি কারণে তার ভাইকে খুন করা হয়েছে তা তিনি বলতে পারেননি।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, ‘শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে ওই যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!