
নিউজ ডেক্স: মাত্র ২৪ দিন আগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের আগেই সেই আদেশ বাতিল করেছে সরকার। নতুন আদেশে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে আরও চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর জারি করা এক আদেশে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু ২৪ দিন পেরোতেই সেই আদেশ প্রত্যাহার করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিক বিবেচনায় চট্টগ্রাম জেলার দায়িত্ব পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রামের সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর আগে ফেনীতে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি মাঠ প্রশাসনে দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
অন্যদিকে, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল আপাতত তার বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner