নিউজ ডেক্স : জ্বালানির সঙ্গে মিলিয়ে গাড়ির ভাড়া বাড়ানোর দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ বাস-ট্রাক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটি।জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সংগঠনটি এই দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বিষয়টি নিশ্চিত করেন। বাংলানিউজ
তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য বাস-ট্রাক বন্ধ রাখা হবে। এর মধ্যে যদি গাড়ির ভাড়া বাড়ানো না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেব।
এর আগে বুধবার (৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে।