Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামেও আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিষিদ্ধ

চট্টগ্রামেও আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিষিদ্ধ

ফাইল ছবি

নিউজ ডেক্স : করোনার বিস্তার ঠেকাতে রাজধানীর পর চট্টগ্রামেও আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। এর আগে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম ঢাকায় তাজিয়া মিছিল নিষিদ্ধের কথা জানান।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। তাতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।’

একই সঙ্গে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত সব ধরনের অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান সিএমপি কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!