নিউজ ডেক্স : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত আরও ৫-৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে মাইক্রোবাসটি। আহত যাত্রীদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বেলা পৌনে ১১টার সময় মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজারমুখী ইউনিক বাসের সঙ্গে চকরিয়ামুখী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস দুটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরিপূর্বক নিহতদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।