নিউজ ডেক্স : সৌদি আরবের পবিত্র ভূমি মক্কায় ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন লোহাগাড়ার পুত্রবধু চিত্রনায়িকা পূর্ণিমা।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলের একটি ফ্লাইটে মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ছেন জনপ্রিয় এই তারকা। গণমাধ্যমকে ওমরাহ হজে যাওয়ার খবর নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। পূর্ণিমা বলেন, প্রথমবারের মতো হজ পালনের উদ্দেশে মক্কা যাচ্ছি। এর আগে অনেকবার যাব যাব করেও হয়ে ওঠেনি।
জনপ্রিয় এ তারকা আরো বলেন, ওমর পালনের জন্য বিকেলে ৮-৯ দিনের জন্য ঢাকা ছাড়ছি। সকলের কাছে দোয়া চাই। যেন সহি সালামতে হজ পালন করে আবার ফিরে আসতে পারি। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেই আবার চলচ্চিত্রে কাজ শুরু করবেন বলেও জানান পূর্ণিমা। তিনি বলেন, ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি চলচ্চিত্রের সামান্য কাজ বাকি আছে। ওমরাহ থেকে ফিরে বাকি কাজ শেষ করবো। কারণ, অভিনয় আমার পেশা। এটা ছাড়া সম্ভব না।