ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | ইসলামের বিজয়ের মাস মাহে রমজান

ইসলামের বিজয়ের মাস মাহে রমজান

239

এম সোলাইমান কাসেমী : অাত্নশুদ্ধি, সংযম, সাধনা,সাম্য-সহানুভূতি, তাকওয়া, অাল্লাহ ভীতির অাহবান নিয়ে পূণ্যের বসন্তকাল, ইসলামের বিজয়ের মাস মাহে রমজান। প্রকৃত মানবীয় সদগুণাবলির অধিকারি হয়ে অাল্লাহর অনুগত বান্দা হিসেবে সামাজিক শান্তি -শৃংখলার মধ্য দিয়ে দিন যাপন করে পরকালের মুক্তি ও পূর্ণ  সৌভাগ্যের অধিকারি হোক প্রত্যেকটি মানুষ। এটাই হলো মহান অাল্লাহ তায়ালার লক্ষ্য। পরকালীন মুক্তি এবং সকল সৌভাগ্য ও শান্তি সুখের অাবাসস্থল জান্নাত। তা একমাত্র সৎকর্মশীল, মুত্তাকীদের জন্যেই অাল্লাহ তৈরী করেছেন। যেমন তিনি জান্নাতের অধিকারি ব্যক্তিদের পরিচয় দানকালে পবিত্র কোরঅানে ঘোষণা করে বলেছেন : ” জান্নাত ”  মুত্তাকীদের জন্যে তৈরিকৃত। অার এ মুত্তাকী সৃষ্টির সর্বশ্রেষ্ঠ অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমই হলো রোজা পালন। রোজা পালনের অাসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। মহান অাল্লাহ এ সম্পর্কে বলেন – ” হে ঈমানদারগণ!  তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পারো। ” তাকওয়া হলো নিজেকে সকল অন্যায় – অপকর্ম থেকে রক্ষা করা। অাল্লাহর নির্দেশিত পথে চলা এবং নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে তাঁর সন্তুষ্টি অর্জন করা। যার মধ্যে এ গুণ অর্জিত হবে তাকে বলা হয় মুত্তাকী বা খোদাভীরু। মুসলিমদের বিজয়ের মাস রমজান। এ মাসে মুসলিমগণ মুহাম্মদ ( সা:) এর নেতৃত্বে দু’টি বিজয় লাভ করেছিলেন ১. বদরের যুদ্ধে বিজয়।২. মক্কা অভিযানে। অাল্লাহ অামাদের সহায় হোন। অামীন।

লেখক : শিক্ষক ও এম.ফিল গবেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!