
দেশের অন্যান্য স্থানের মতো লোহাগাড়া উপজেলায়ও চলছে করোনাভাইরাস আতঙ্ক। এর মধ্যে চলছে মাহে রমজান। করোনা ভাইরাসের কারণে পুরো এলাকা লকডাউনের আওতাভূক্ত। ফলে কর্মহীন খেটে খাওয়া গৃহবন্দী পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছে।
লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী মোটর ষ্টেশনের এ রহমান মার্কেটের কার্যালয়ে স্বল্প পরিসরে বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা এস.কে সেলিমের পৃষ্ঠপোষকতায় সংগঠনের অসহায় শতাধিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে চাল সহ ইফতার সামগ্রী বিতরণ করেছে।
বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম আহমদ মনির, সাংবাদিক সাত্তার সিকদার, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এস. কে সেলিম, সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ আরমান হোসেন ও মোহাম্মদ ইউসুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
