ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ইটভাটার মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

ইটভাটার মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

নিহত ভাটা শ্রমিকদের স্বজনদের আহাজারি।

নিহত ভাটা শ্রমিকদের স্বজনদের আহাজারি।

নিউজ ডেক্স : চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর গ্রামের মেসার্স শেখ ব্রিকসে কাজ করার সময় ইটভাটার মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহুর রহমান জানান, সকাল ৯টার দিকে ইটভাটায় মাটি কাটার কাজে লিপ্ত থাকা অবস্থায় মাটি ধসে পড়ে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে বাবু হোসেন (৩৫) ও দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের কালাচাঁদ মন্ডলের ছেলে আব্দুল হান্নান (৫০)। আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেশবপুর গ্রামের মোনাজাত উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম। এসআই মেজবাহ আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!