নিউজ ডেক্স : হাটহাজারীতে আজ শনিবার (১২ ডিসেম্বর) ইউএনও এবং এসি ল্যাণ্ড-এর নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ০১৭৩১৫৯৯৪৬৬ নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
আজ উক্ত নম্বর থেকে মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রুপেন কুমার শীলের কাছ থেকে সরকারহাট বাজারের একটি প্রতিষ্ঠিত বেকারি ঘোষ ফুড এবং ঘোষ মিষ্টি ভাণ্ডার-এর নম্বর জানতে চাওয়া হয়। এ সময় যে লোকটি ফোন করেছে তিনি নিজেকে সহকারী কমিশনার (ভূমি) অফিসের লোক বলে পরিচয় প্রদান করেন।
উক্ত সদস্যকে (রুপেন) সরকারহাট বাজারের দুই দোকান থেকে নগদ টাকা তুলে দেওয়ার প্রস্তাব দেন। অন্যথায় দুই দোকানকে মোটা অংকের জরিমানা করা হবে বলে উল্লেখ করেন। এরপর একই নম্বর থেকে মদুনাঘাট এলাকার বাবর নামে এক বেকারি মালিককে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়।
ইউএনও মোহাম্মাদ রহুল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অফিসের নাম ভাঙিয়ে একটি চক্র চাঁদা দাবি করার কথা প্রচার করেছেন। মির্জাপুর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য রুপেন কুমার শীলও গণমাধ্যমের কাছে ঘটনার কথা স্বীকার করেছেন। দৈনিক আজাদী