এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে ওয়ারিশ গোপন করে জায়গা নামজারী করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৯ মে) এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে সৃজিত খতিয়ান বাতিলের জন্য আবেদন করেছেন ভূক্তভোগীরা।
ভূক্তভোগীরা হলে, ইউনিয়নের আমিরাবাদ মল্লিক ছোয়াং এলাকার আ.ন.ম মনির আহমদের স্ত্রী দিলোয়ারা বেগম, পুত্র-কন্যা যথাক্রমে- মো. হোছাইন আহমদ, ইয়াছমিন আক্তার, আমজাদ হোসেন ও মামুনুর রশিদ।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূক্তভোগী ও অভিযুক্তরা একে অপরের বোন, ভাগিনা-ভাগনী ও বোনের স্বামী হন। তাদের মধ্যে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি কোন প্রকার ভাগ-বন্টন না হওয়া স্বত্বেও অভিযুক্তরা মিনহুন নাহার ও কমরুন্নাহার তানজিনা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ০.০১২৬ শতক স্বত্বের পরিবর্তে ওয়ারিশ গোপন করে ০.০৬৫০ শতক জায়গা সম্পূর্ণ নামজারী করে ফেলেন। তাই নামজারী মামলা (নং ৩৮২১/২১-২২ ইং) মূলে সৃজিত ২৭৮৫ নং খতিয়ান বাতিল করার আবেদন করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, পদুয়া ইউনিয়নের মীর পাড়ার মীর মাহবুবুর রহমানের পুত্র মীর মহিউদ্দীন মাহমুদ, পুত্র-কন্যা যথাক্রমে- মীর ইফতিখার উদ্দীন মাহমুদ শাহী, মোছাম্মৎ মুসলিরা মচানী সাথী, মোছাম্মৎ মোরসেলিন জান্নাত মাইমুন, মাহমুদা জান্নাত মাহিয়া ও আ.ন.ম মনির আহমদের কন্যা কামরুন্নাহার তানজিনা। এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উভয় পক্ষকে নিয়ে শুনানী পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।